করোনায় মারা গেলেন সিলেটের সিনিয়র আইনজীবী এড. জাহেদ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ৩:১৫:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : করোনায় মারা গেলেন সিলেটের সিনিয়র আইনজীবী এডভোকেট ফয়জুর রহমান চৌধুরী জাহেদ। আজ শুক্রবার দুপুরে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে সিলেটের আইনজীবী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এডভোকেট জাহেদ সিলেট মহানগর বিএনপির সিনিয়র নেতাও ছিলেন।
পারিবারিক সূত্র জানায়- এডভোকেট জাহেদ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। এ কারণে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে- এডভোকেট জাহেদের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট বিএনপির নেতারা।