জৈন্তাপুরের বাঁশঝাড় থেকে বিড়ি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ৭:১৪:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরের পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার করেছে র্যাব। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ভারতীয় বিড়ি পরিমান ১৭ লাখ ৬৪ হাজার শলাকা।
শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যে র্যাব অভিযান চালিয়ে মানিকপাড়া উত্তর মহল্লায়। এসময় একটি বাঁশঝাড় থেকে ভারতীয় বিড়িগুলো উদ্ধার হলেও কাউকে আটক করা যায়নি। পরে র্যাব উদ্ধারকৃত বিড়ি সিলেটের শুল্কগুদাম আবগারী ও ভ্যাটবিভাগে হস্তান্তর করা হয়েছে।