ওসমানী’র মর্গে অজ্ঞাত নারীর লাশ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ৭:১৭:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা অজ্ঞাতনামা এক নারীর লাশের পরিচয় খোজছে পুলিশ। ওই মহিলার বয়স আনুমানিক ৪০ বছর।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে একজন অজ্ঞাতনামা নারীকে অসুস্থ অবস্থায় কে বা কারা পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। পরে শুক্রবার বিকেল ৪টায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অজ্ঞাতনামা ওই নারী মারা যান। কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে। যদি কেউ লাশটি চিনতে পারেন তাহলে পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে মৃতদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।