জৈন্তাপুরে প্রতিপক্ষের আঘাতে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ৭:২০:১০ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলায় ছাগলে ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবকের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে ১ জন। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত নাছির নামে এক ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটা ইউপির সরুখেলপূর্ব গ্রামের সিদ্দেক আলীর ছাগল একই গ্রামের হারিছ ও নাছির মিয়ার হালি চারা খেয়ে ফেলে। এ নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হারিছ ও নাছির মিয়ার লাঠির আঘাতে সিদ্দেক মিয়ার ছেলে সুফিয়ান আহমদ (১৯) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী সিদ্দেক মিয়াকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে দ্রæত সিলেট এম এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সিদ্দেক মিয়ার অবস্থাও আশঙ্কাজনক বলে এ প্রতিবেদকে জানান ৩ নং চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ দস্তগীর আহমদ বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর জৈন্তাপুর মডেল থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগীতায় জৈন্তাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ ঘটনায় সুফিয়ান নামে এক যুবক মারা গেলে পুলিশ তার সুরতহাল রিপোর্ট শেষে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দাখিল করিলে নাছির নামে এক ব্যক্তিকে আটক করা হয়।