সিলামে খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ৭:৩১:৫৯ অপরাহ্ন
বৃহস্পতিবার দিনব্যাপী দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের খড়ারিয়া মাদ্রাসায়, দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিকন্দরপুর, তুরখলায় ও মোগলবাজার বাজারে পৃথক পৃথক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি সমাজসেবক স্যার এনাম উল ইসলাম।
সিলাম ইউনিয়নের খড়ারিয়া মাদ্রাসা মাঠে এম কে করিম কাওসারের সভাপতিত্বে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মানিক, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ মুহিত হোসেন মুহিব, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী, সহ-সভাপতি এমান মিয়া, সহ-সভাপতি সুলেমান আলী, আবুল আলী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিলু মিয়া প্রমুখ। সিকন্দরপুর এলাকায় মাওলানা শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন আব্দুল হক, আমিরুল ইসলাম, মাওলানা খছরুজ্জামান প্রমুখ। তুরখলায় সাবেক বিমান কর্মকর্তা সোনা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আছদ্দর আলী, ইউসুফ আলী প্রমুখ।
মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসহযোগি সংগঠন আয়োজিত মোগলাবাজারে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা বিশ্বজিত দাস, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাওসার আহমদ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন, ময়নুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহিন আহমদ, দুলাল শিকদার প্রমুখ। এদিকে স্যার এনাম উল ইসলাম সিকন্দরপুর রশিদীয়া জামে মসজিদ পরিদর্শনকালে মসজিদের কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। বিজ্ঞপ্তি