ছাতকে জনতার হাতে ৩৫ বস্তা চাল আটক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ৮:২৩:০৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার থেকে ৫০ কেজি ওজনের ৩৫ বস্তা সরকারী সিদ্ধ চাল আটক করেছে স্থানীয় জনতা। বৃহম্পতিবার রাতে ওই বাজার থেকে একটি পিকআপ ভ্যানে করে স্থানীয় কৈতক এলাকায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী চালের গাড়ী আটক করে। ওই রাতেই খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ার মিয়া ঘটনাস্থল থেকে গাড়ীসহ চালগুলো থানায় নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পিকআপ ভ্যানে করে ৩৫ বস্তা সিদ্ধ চাল বাজার থেকে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। চালগুলো সরকারী ১০ টাকা কেজি ধরের চাল বলে জানিয়েছেন এলাকাবাসী। এসময় ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সদস্য ইলিয়াস আলীসহ বাজারের বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।
কৈতক-রাউলী গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমান জানান, ডিলারের কাছ থেকে তিনি চাল ক্রয় করছেন। তবে চাল ক্রয়ের সঠিক প্রমানাদি না থাকায় ওই চালগুলো জব্দ করে পুলিশ।
ছাতক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব চাল আটকের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থল মানিকগঞ্জ বাজারে পৌঁছে ডিলারসহ একাধিক লোকজনের সাথে কথা বলেছেন। ডিলারের চাল বিক্রি বন্টন খাতাপত্রে সঠিক রয়েছে। থানার ওসি শেখ মো. নাজিম উদ্দিন চাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক করা চাল গুলো শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ওই চাল গুলো তারা পরবর্তীতে নিলামে বিক্রি করবেন।