শাবির ল্যাবে ৩৬ জন করোনা পজিটিভ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ৮:৪৬:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি পিসিআর ল্যাবে নতুন আরো ৩৬ জন করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার ২৪৯ জনের নমুনা পরীক্ষা ৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ১১ জন সিলেটের ১০ জন, হবিগঞ্জের ১০ জন ও মৌলভীবাজারের ৫ জন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক।
তিনি বলেন, শুক্রবার ল্যাবে মোট ২৩৩ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। সবমিলিয়ে ২৪৯টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।