সিলেটে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২১, ৯:৩৬:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গত কয়েকদিন যাবত সিলেটে তাপপ্রবাহ বইছে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তবে এই গরমে কিছুটা আশার বাণী শুনিয়েছে সিলেট আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে সিলেটে টানা কয়েকদিন বৃষ্টি হতে পারে। সেই সাথে তাপমাত্রাও কমবে।
সিলেটের আবহাওয়া অফিস সূত্র জানায়, পহেলা মে থেকে ৮ মে পর্যন্ত সিলেট জেলাজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিদিন রাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। এ সময়ের মধ্যে সিলেট জেলার সকল উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলাপগঞ্জ উপজেলায়। আর সবচেয়ে কম বৃষ্টি হতে পারে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায়।
সিলেটের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, কাল (শনিবার) থেকে সিলেটে এক ৭/৮ দিন রাতে বৃষ্টি হতে পারে। সেই সাথে তাপমাত্রাও কমবে।
এদিকে গতকাল সিলেটসহ দেশের কিছু স্থানের তাপমাত্রা কমেছে। সিলেট আবহাওয়া অফিস সূত্র জানায়, সিলেটে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণে তীব্র গরম অনুভূত হয়। তবে সন্ধ্যার দিকে গরমের তীব্রতা একটু কমে আসে। গতকাল সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি। এবং শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
এদিকে, গতকাল তাপমাত্রা কমেছে সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা অঞ্চলের। তাপমাত্রা বেড়েছে ঢাকা, চট্টগ্রাম। এবং রংপুর ও বরিশালের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে গতকাল ঢাকায় ৩৭ দশমিক ২, ময়মনসিংহে ৩৫ দশমিক ৫, চট্টগ্রামে ৩৪ দশমিক ১, সিলেটে ৩৬ দশমিক ৩, রাজশাহী ৩৭ দশমিক ৪, রংপুরে ৩৫ দশমিক, খুলনায় ৩৬ দশমিক ৭, এবং বরিশালে ৩৫ দশমিক ৮ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ।
এদিকে দেশের কুষ্টিয়া, যশোর অঞ্চলসহ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়োহাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দিনাজপুর, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, সীতাকুন্ড অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।