নগরীতে পানির জন্য সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২১, ১:০৭:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে পানির জন্য সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়েছেন বিক্ষোভ প্রদর্শন করে।
শনিবার (১ মে) রাত সাড়ে ১১টা থেকে সিলেট-তামাবিল সড়কের শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলে রাস্তা অবরোধ করে।
এদিকে অবরোধের কারণে সিলেট-তামাবিল সড়কের দু’পাশে প্রায় ২ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে শত শত গাড়ি।
জানা যায়, গত ১ মাস ধরে সিলেট সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের বাসিন্দারা পানির জন্য চরম সংকটে রয়েছেন। রমজানের শুরু থেকেই পানির অভাবে এ দূর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের কাছে বার বার ধর্না দিলেও প্রতিকার পাননি স্থানীয় ভুক্তভোগীরা। তাই বাধ্য হয়ে শনিবার রাতে তারা রাস্তায় নেমে এসেছেন।
এ রিপোর্ট লেখা (রাত সোয়া ১২টা) পর্যন্ত স্থানীয় মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কনা অবরোধস্থলে পৌঁছেছেন।