মোল্লারগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২১, ৬:১২:৩০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে পবিত্র রমজান উপলক্ষে ৫শ অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর দেয়া এ উপহার বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব সজল কান্তির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেখার চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পিআও বাঁধন কান্তি সরকার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমার উপজেলা কৃষকদলের সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান, ইউপি সদস্য হুজায়ফা চৌধুরী সুজা, মতিন মিয়া, গীতা রাণী দে, সাবেক মেম্বর ইলু মিয়া, হিলাল উদ্দিন শিপু, মুরুব্বি বাদশা মিয়া, মতিন মিয়া, আমেনা বেগম, শেখ মালেক আহমদ, মো. আব্দুল শহীদ, শেখ সাজ্জাদ আহমদ। বিজ্ঞপ্তি