জৈন্তায় ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২১, ৮:০৯:২৬ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদক বিরোধী অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর দিকের রাস্তা দিয়ে মাদক ব্যবসায়ী মাদকসহ সিলেট তামাবিল মহাসড়কে অবস্থান করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে দরবস্ত ইউনিয়নের চাল্লাইন গ্রামের মতি মিয়ার ছেলে হারুন আহমদ (২৫) কে আটক করে। পরে দেহ তল্লাসী করে ৫০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে হারুকে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।