বিশ্বনাথে রাস্তা নিয়ে সংঘর্ষ, গুলিতে স্কুলছাত্র নিহত
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২১, ৭:৩৬:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথে রাস্তা নিয়ে সংঘর্ষের সময় গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম সুমেল আহমদ ওই গ্রামের মানিক উদ্দিনের ছেলে বাসিন্দা। সে স্থানীয় শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সংঘর্ষের সময় ১ প্রবাসীসহ আরো ৪ জন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধরা হলেন, নজির উদ্দিন, তার ভাই যুক্তরাজ্য প্রবাসী মনির উদ্দিন ও নিহত সুমেলের পিতা মানিক উদ্দিন, চাচা সালেহ আহমদ। আহতদের মধ্যে প্রবাসী মনির উদ্দিন ও মানিক উদ্দিনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে।
সংঘর্ষ ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র জানায়, চৈতননগর-ইসলামপুর-টুকেরবাজার রাস্তা নিয়ে নজির উদ্দিন ও সাইফুল আলমের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার বিকেলে নজির উদ্দিন পক্ষের কৃষি জমি থেকে জোরপূর্বকভাবে সাইফুল আলমের লোকজন মাটি কাটা শুরু করে। এ সময় নজির উদ্দিনের লোকজন বাধা দিলে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। ছোড়া হয় ব্যাপক ব্যাপক গুলি। এতে সুমেল আহমদ, মানিক মিয়াসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর সুমেল মারা যান।