গোলাপগঞ্জে যুবলীগ নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২১, ৮:০৩:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জের ব্যবসায়ী যুবলীগ নেতা এহতেশামুল হক শাহিন হত্যার ঘটনায় ৪ আসমীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দুপুরে আসামীদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
তারা হলো, কায়স্থগ্রামের কুসুমবাগের জামাল হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৪) ও হাজিপুর শুকনাগ্রামের মৃত তৈয়বুর রহমানের ছেলে মাজেদুর রহমান (৩৭) একই গ্রামের মানিক মিয়ার ছেলে শাকিল আহমদ (২৬), মাহবুবুর রহমানের ছেলে ওয়াহিদুর রহমান ওরফে সানি (২৭)।
এর আগে শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব হাজীপুর শুকনা গ্রামের অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া উইং এএসপি ওবাইন।
জানা যায়, ২২ মার্চ দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে জরুরী কাজ শেষ করে সিলেট থেকে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। নিজ গ্রাম গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর লরিফরে আসামাত্র কয়েকজন সন্ত্রাসী রাস্তার কলাগাছ ফেলে গতি রোধ করে। এসময় শাহিনের সাথে সন্ত্রাসীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে দ্রæত ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।