মালনীছড়া চা-বাগানে কিশোরের ঝুলন্ত লাশ
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২১, ৮:০৪:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীতে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার মালনীছড়া চা বাগান ২নং সেকশনের ফিশারি সংলগ্ন চৌকিদারের টিনের ঘরে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
তার নাম শিপন বাউরী (১৪)। সে চা-বাগান মাঝলাইনের লুদু বাউরীর ছেলে।
পুলিশ জানায়, শিপন বাউরী রোববার দুপুর দেড়টার দিকে মালনীছড়া চা-বাগানস্থ ২নং সেকশনের ফিশারি সংলগ্ন চৌকিদারের টিনের ঘরের চালের বাঁশের মোরাইলের সাথে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা শিপন বাউরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মৃতদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।