হবিগঞ্জে গাঁজাসহ আটক দুই কারবারি কারাগারে
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২১, ৮:০৫:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ আটক দুই কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
তারা হলো চুনারুঘাটের আমু চা-বাগানের বধূয়া মহালীর ছেলে মহালী (২০) ও বরগুনার পাথরঘাটার আমড়াতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহায়বুল ইসলাম (১৮)।
এর আগে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে পঞ্চমোড় সংলগ্ন এলাকা ও মাধবপুর গ্রাম থেকে তাদের দু’জনকে আটক করে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।