কুচাইয়ে আটক ৩ জুয়াড়ি কারগারে
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২১, ৮:০৬:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার মোগলাবাজারে অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
তারা হলো, মোগলাবাজার থানার কুচাই পশ্চিমভাগের মৃত ওমর আলীর ছেলে সুমন মিয়া (৪০), আজিম আহমদের ছেলে লিটন আহমদ ও আব্দুল মতলিবের ছেলে মো. জয়নাল আবেদিন।
এর আগে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কুচাই নোয়াগাওর আব্দুল মুকিতের কলোনিতে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করে। এ সময় জুয়ার সরঞ্জামসহ টাকা জব্দ করা হয়।