প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কোভিডমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২১, ৮:৩২:২৫ অপরাহ্ন
পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করোনাকালীন সময়ে মানুষের জীবন ও জীবিকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিডমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। তিনি রোববার দুপুর সাড়ে ১২ টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বেচ্ছা তহবিল থেকে ঈদ উপহার হিসেবে ১০ লাখ টাকা থেকে ৬৫ জনকে ১০ হাজার টাকা করে সাড়ে ৬ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যারা অনুদান পাননি তারা আমার ব্যক্তিগত মোমেন ফাউন্ডেশনে যোগাযোগ করবেন। তাদের সহযোগিতা করা হবে। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার জন্য ১ কোটি ২৭ লাখ টাকার টিআর কাবিকা টাকা বরাদ্দ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সরকারের এই উন্নয়ন বরাদ্দের টাকা যেন সদ্ব্যবহার হয়। কাজ যেন সঠিকভাবে হয় এদিকে খেয়াল রাখতে হবে। ২০০৯ সাল থেকে শুরু হওয়া ডিজিটাল বাংলাদেশের সুফল আজ মানুষের দ্বারে দ্বারে পৌছে গেছে।
চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার জলিল। উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসলাম উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকতা শফিউল আলম চৌধুরী জুয়েল, মোমেন ফাউন্ডেশনের অফিস কর্মকর্তা রুবেল আহমদ। বিজ্ঞপ্তি