মালয়েশিয়ায় বাংলাদেশী নিহত, গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২১, ৮:৪২:২১ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় এক বাংলাদেশীর স্ক্রু ড্রাইভারের আঘাতে আরেক বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। গত শুক্রবার মালয়েশিয়ার বান্তিং এর মাহকোটা ইন্ডাস্ট্রিয়াল পাকের একটি শ্রমিক হোস্টেলে এ ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত দুই জনকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের হোস্টেলে শুক্রবার রাত ৯ টায় এক বাংলাদেশী আরেক বাংলাদেশীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ক্রু ড্রাইভারের আঘাতে ঘটনাস্থলে বাবু (৪৪) নামে এক বাংলাদেশী মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন।
কুয়ালা লঙ্গাতের জেলা পুলিশ সুপার সুপারিনটেনডেন্ট আজিজান টুকিমান জানিয়েছেন, নিহত বাবু (৪৪)’র বুকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায় এবং নিহতের তার দুই বন্ধু পেটে আঘাত পেয়ে মারাত্মক আহত হয়েছে। এ ঘটনায় পাচ বাংলাদেশি জড়িত।
পুলিশি তদন্তে বলছে, নিহত ও সন্দেহভাজনরা একটি পেপার মিলের ৩০ বিদেশী কর্মী, যারা কোভিড -১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষার কাজ করেছিল এবং হোস্টেল থেকে দূরে তারা পৃথক অবস্থানে ছিল।
আজিজান জানান, তামান মঙ্গিস জায়া মোড়ে লুকিয়ে থাকা ৪২ ও ৪৪ বছর বয়সী দুজনকেই শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দু’জনই ঘটনার কথা শিকার করেছে বলেছে কুয়ালা লঙ্গাতের জেলা পুলিশ সুপার সুপারিনটেনডেন্ট আজিজান টুকিমান জানিয়েছেন।