আরেফের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২১, ৯:৪৯:০৩ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আহমদ আরিফ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম আহমদ আরিফ (আরেফ) মহেশপুর সিলেট জেলা বিএনপি-কে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার গতিশীল নেতৃত্বে সিলেট জেলা বিএনপি একটা মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন সংগ্রামে তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আহমদ আরিফ (আরেফ)- কে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্যধারণের ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা বিএনপির শোক
সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা ও সিলেট ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আরিফ আরেফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, ৯০ দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক আহমেদ আরিফ আরেফ ছিলেন একজন সজ্জন রাজনীতিবিদ, শহীদ জিয়ার আদর্শের খাটি সৈনিক। তার মৃত্যুতে আমরা একজন ক্রীড়া সংগঠক ও পরীক্ষিত জাতীয়তাবাদী সৈনিককে হারালাম। ব্যক্তিজীবনে অমায়িক ব্যবহারের অধিকারী আহমেদ আরিফ কাতার প্রবাসে অবস্থান করলেও মজলুম নিপীড়িত নেতাকর্র্মীদের ভরসাস্থল ছিলেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
মহানগর বিএনপির শোক
সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ৮০’র দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আহমদ আরিফ (আরেফ) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট মহানগর বিএনপি।
সোমবার এক শোকবার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, আহমদ আরিফ (আরেফ) ছিলেন একজন প্রতীত যশা রাজনীতিবীদ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ বাস্তবায়নে সিলেটে বিএনপিকে সুসংহত করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি