জকিগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২১, ৯:৫২:৫৯ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
উপজেলার বারহাল ইউনিয়নের পুটিজুরি গ্রামের দীপক রঞ্জন দেব পরিকল্পিতভাবে তার ছেলেদের নিয়ে গত ২৯ এপ্রিল সকালে আকস্মিকভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাশের বাড়ির সুদীপ রঞ্জন দের বাড়িতে হামলা করে। এতে তার বসতঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে এবং ৪ জনকে গুরুতর আহত করে। গুরুতর আহতরা হলেন প্রদীপ রঞ্জন দে, সুদীপ রঞ্জন দে, বিনা রাণী দে, অজিত রঞ্জন দে। গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি কাসেম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি খবরটি নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য আসামী পক্ষ এলাকায় বিরাট প্রভাবশালী থাকায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়নি।