দক্ষিণ সুরমা থেকে প্রতিবন্ধী কিশোর নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ৭:০৪:৪৪ অপরাহ্ন
দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়নের শাহ সিকান্দর এলাকা থেকে মো. কামরুল বারী নাঈম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহ সিকান্দর গ্রামের মো. আব্দুল আউয়ালের ছেলে।
নাঈম একজন মানসিক প্রতিবন্ধী। নাঈম গত ২ এপ্রিল বাড়ি থেকে সে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
নিখোঁজ নাঈমের গায়ের রং ফর্সা। উচ্চতা ৫ ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিলো কালো টাওজার ও টি-শার্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার সন্ধান পেলে ০১৭১৭-১৩১৪৮৭ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি