জৈন্তাপুরে নিহত ৭ পরিবারের পাশে জামায়াত
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ৭:১২:১৮ অপরাহ্ন
সম্প্রতি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট ও দরবস্ত বাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলের সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল সড়ক দুর্ঘটনায় নিহতদের জৈন্তাপুর ও কানাইঘাটের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান ও মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এসময় নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।
জামায়াত নেতৃবৃন্দ গত ২ মে নিহত জৈন্তাপুর রুপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাবিয়া বেগম, মেয়ে শাকিয়া বেগম ও ছেলে শাহাদাত হোসেন, রুপচেং গ্রামের মৃত আরজান আলীর মেয়ে হাবিবুন নেছা, পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে হোসেন আহমদ এবং ৩ মে নিহত কানাইঘাট নয়াগ্রামের আশিক আহমদ ও হাফিজ সুলতান আহমদ মিনহাজের গ্রামের বাড়ীতে যান। প্রত্যেক পরিবারের হাতে নগদ অনুদান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, নায়েবে আমীর মাওলানা ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারী জয়নাল আবেদীন, জেলার উত্তরের সাবেক নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। এছাড়াও এসময় জৈন্তাপুর উপজেলা ও কানাইঘাট উপজেলা জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি