নগরীতে হোটেল বসে ইয়াবা ব্যবসা, গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ৭:৩৯:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে একটি আবাসিক হোটেল থেকে ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাও জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার এসআই সাজেদুল করিম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে ওই মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদ।
গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন কামড়াবন্দ গ্রামের বিল্লাল মিয়ার ছেলে জাকির মিয়া (২১) ও একই থানাধীন চন্দ্রপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে নুরুল হক (২১)। গ্রেফতারকৃতরা তালতলাস্থ নিউ গ্রীন গার্ডেন আবাসিক হোটেলের ১০৩ নং কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছে।
এর আগে সোমবার গোপন তথ্যের ভিত্তিতে তালতলাস্থ নিউ গ্রীন গার্ডেন আবাসিক হোটেলের ১০৩ নং কক্ষে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।