২২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল এনআরবি ব্যাংক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ৯:৩১:১৪ অপরাহ্ন
সিলেটে গত বছরের ন্যায় এবছরও এনআরবি ব্যাংকের উদ্যোগে ২২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। মঙ্গলবার দিনব্যাপী সিলেট নগরীর লালদিঘীরপাড়, চৌহাট্টা ও মেডিকেল শাখার সামনে দিনব্যাপী কয়েক হাজার মানুষদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ হয়। পর্যায়ক্রমে সিলেটের ২২ হাজার অসহায় পরিবারকে দেয়া হচ্ছে এ খাদ্য সামগ্রী।
মঙ্গলবার দুপুরে লালদীঘরপাড় ব্যাংকের প্রধান শাখায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের শেয়ার হোল্ডার ও হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালদীঘিরপাড় শাখার ব্যবস্থাপক পিযুশ কুমার সরকার। এছাড়াও ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর রমজান মাসে সিলেটের ২২ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করে এনআরবি ব্যাংক। বিজ্ঞপ্তি