বাঘার সাবেক চেয়ারম্যান মুকিতের ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ৯:৫০:৩৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশনের (সাবেক পৌরসভার) কমিশনার, সিলেট মহানগরীর বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান মুকিত (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তিনি সিলেট নগরীতে ইন্তেকাল করলে বিকেল ৩টায় সিলেট সোবহানী ঘাট এলাকায় তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে আসরের নামাজের পর বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে লাশ দাফন হয়। গোলাপগঞ্জ তথা সিলেটের অন্যতম ধনাঢ্য ব্যক্তি মরহুম আব্দুল আহাদ ময়না মিয়ার পুত্র আতাউর রহমান মুকিত স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমে জীবনের বেশীরভাগ সময় ব্যয় করেছেন। পিতার মতো তিনিও ছিলেন সিলেটের একজন নামকরা ব্যবসায়ী। তিনি পর পর দুবার বাঘা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আতাউর রহমান মুকিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ১নং বাঘা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছানা মিয়া, বাঘা আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির পক্ষে ফারুক আহমদ, বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।