গণপরিবহন চালু করুন, অন্যথায় কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ৯:৫৬:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে গণপরিবহন চালু, ঈদের পূর্বেই সরকারি আর্থিক অনুদান ও টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা সহ বিভিন্ন দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পূর্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা করেন তারা। এসময় সিলেট জেলার ৬৫ উপকমিটির শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জসিম আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়ার মবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আব্দুল মুহিম। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, কার্যকরী সদস্য শাহেদ আহমদ ও জসিম আহমদ প্রমূখ। স্মারকলিপি প্রদানকালে ঢাকা মিতালী রোড সড়ক শ্রমিক ইউনিয়ন ও ঢাকা আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়ন ছাড়াও সিলেটের ৬৩ উপকমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, সবকিছু খোলা রেখে শুধু গণপরিবহন বন্ধ রেখে কি করোনা সংক্রমণ রোধ করা যাবে। ৬ মে থেকে জেলার ভেতরে বাস চলার অনুমতি দেয়া হচ্ছে। এভাবে কি বাস চালানো সম্ভব। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণ ও পণ্য পরিবহন দেশব্যাপী চালু করতে হবে। মাসের উপর থেকে গণপরিবহন বন্ধ থাকলেও এসব বেকার শ্রমিকের উন্নয়নে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। অবিলম্বে গণপরিবহন চালু করুন, শ্রমিকদের মাঝে অনুদান দিন ও শ্রমিকদের জন্য টার্মিনালগুলোতে ১০ টাকা কেজি চাল বিক্রির ব্যবস্থা করুন। অন্যথায় সড়ক পরিবহন শ্রমিকেরা কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবে।