রায়হান হত্যা: বরখাস্ত এসআই আকবরসহ ৬জনের বিরুদ্ধে চার্জশিট
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২১, ১:৫৭:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ বুধবার দুপুরে আদালত পুলিশের কাছে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আওলাদ হোসেন।
দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় তদন্ত শেষে পাঁচ পুলিশ সদস্য ও একজন কথিত সাংবাদিকের বিরুদ্ধে বুধবার ১ হাজার ৯৬২ পৃষ্টার দীর্ঘ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয় তদন্ত সংস্থা পিবিআিই।
মামলায় অভিযুক্তরা হলেন,প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়া,এসআই হাসান উদ্দিন,এএসআই আশেক এলাহী,কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদ ও ঘটনার সিসিটিভি ফুটেজ গায়েবকারী কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান। এদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য কারাগারে থাকলেও নোমান এখনো পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। তিনি বলেন, বহুল আলোচিত রায়হান হত্যা মামলার অভিযোগপত্র পিবিআই পুলিশের কাছে হস্তান্তর করেছে। করোনাভাইরাসের কারণে আদালতের কার্যক্রম ভার্চ্যুয়াল পদ্ধতিতে চলার কারণে অভিযোগপত্র আদালতে দাখিল করা হচ্ছে না। পিবিআই দাখিলকৃত অভিযোগপত্রে এসআই আকবরসহ ৫ পুলিশকে অভিযুক্ত করেছে। এছাড়া কোম্পানীগঞ্জের আব্দুল আল নোমান নামের আরেকজন যুবককে অভিযুক্ত করা হয়েছে। ৫জন কারাগারে থাকলেও নোমানকে পলাতক দেখানো হয়েছে অভিযোগপত্রে।