নগর জামায়াতের রিকশা বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২১, ৮:০০:০৭ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের সমাজে জনসংখ্যার একটা বিশাল হচ্ছে হতদরিদ্র এবং শ্রমজীবী। এই বিশাল জনগোষ্ঠীকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। প্রতি বছর কিংবা কিছুদিন পর পর এইসব মানুষকে একটু একটু সহযোগিতা না করে স্থায়ী রোজগারের একটা ব্যবস্থা করতে পারলে ব্যক্তি সমাজ এবং জাতি উপকৃত হবে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে রিকশা শ্রমিকদের মাঝে রিকশা বিতরণের উদ্যোগ নিয়েছে।
এর ফলাফল সুদুরপ্রসারী। আজকে যেসকল ভাইদেরকে রিকশা প্রদান করা হয়েছে কিছুদিন পর এই রিকশাচালক ভাইয়েরা মিলে আরো অন্য ভাইকে রিকশা কিনে দিতে সহযোগিতা করতে সমর্থ হবে ইনশাআল্লাহ। এভাবেই সমাজে বৈষম্য দুর হবে এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তবে জীবনের সকল ক্ষেত্রে জবাবদিহীতা ও সৎ উপার্জন করতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।
তিনি বুধবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে রিকশা শ্রমিকদের মাঝে রিকশা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মুফতী মাওলানা ক্বারী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা ক্বারী আলা উদ্দিন, মুহাম্মদ আনোয়ার আলী, শফিকুল আলম মফিক, শ্রমিক নেতা এডভোকেট ইয়াসীন খাঁন প্রমুখ। বিজ্ঞপ্তি