যুবদল নেতার পরিবারে বিএনপির অনুদান
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২১, ৮:১৭:৫৩ অপরাহ্ন
ঈদুল ফিতর উপলক্ষে মরহুম যুবদল নেতা আলতাফ হোসেনের পরিবারকে নগদ আর্থিক অনুদান দিয়েছে সিলেট জেলা বিএনপি। বুধবার বিকেলে আলতাফ হোসেনের বাসায় গিয়ে তার মেয়ের কাছে অনুদান তুলে দেন বিএনপি নেতৃবন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলার সাবেক সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, আলী আহমদ আলম ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি