ধোপগুলে ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২১, ৮:৪২:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর ধোপগুল থেকে ২৩ পিস ইয়াবাসহ সুহেল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে ধোপাগুল এলাকার মৃত জমসিদ মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
বুধবার দুপুরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ওসি মাইনুল ইসলাম জাকির। তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুহেল মিয়াকে ইয়াবাসহ গ্রেফতার করে।