সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ১:৪৯:৪৮ অপরাহ্ন
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় স্থানীয় টুকের বাজারের তেমুখীতে গতকাল বিকেল চারটায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির পক্ষ থেকে প্রাপ্ত করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবহার্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চেয়ারম্যান, এডভোকেট নুরে আলম সিরাজী, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ শাহ নুর, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ রাজ্জাক হোসেন, জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আছন আলী, সেলিম আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ শাহজাহান প্রমুখ। বিজ্ঞপ্তি