নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ৭:৪৭:৪৩ অপরাহ্ন
বিশ্বনাথের সলিম উল্লাহ ও নজিব উল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট অলংকারীর উদ্যোগে করোনা সংকটে গরীব অসহায়দের মধ্যে পবিত্র রামাদ্বান উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার অলংকারী বাবরু মিয়া শপিং সিটিতে ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ আলী সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটাল ঢাকা এর সহকারী অধ্যাপক গীতিকবি ডাঃ মোঃ জহিরুল ইসলাম অচিনপুরী।
মোঃ মনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ শামসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ফারুক আহমদ, কবি নাজমুল ইসলাম মকবুল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ রাসেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ইমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অলংকারী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুল হাসিম, মোঃ সজ্জাদ মিয়া, মোঃ মফিজ আলী, ফয়জুর রহমান ফজলু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন অলংকারী জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ সজিবুর রহমান এবং দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম। অনুষ্ঠান শেষে ট্রাস্টের পক্ষ থেকে এলাকার অর্ধ শতাধিক গরীব অসহায়দের মধ্যে নগদ দুই হাজার টাকা করে প্রদান করা হয়। বিজ্ঞপ্তি