মাধবপুরে ৪ হাজার ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ৮:৩৩:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মাধবপুর থেকে বিপুল পরিমানের ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। অভিযানে জব্দ করা হয় ৩ হাজার ৯ শত ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সেলিম মিয়া (৩৯) সে ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।
এর আগে বুধবার বিকাল পৌনে ৪টায় র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান পরিচালন করে তাকে আটক করে।