চা শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ৮:৩৬:২৬ অপরাহ্ন
২০ মে কে ‘চা-শ্রমিক দিবস’ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, চা শ্রমিকদের দৈনিক মজুুরি ৫শ’ টাকা করাসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি সিলেট জেলা প্রশাসক কতৃপক্ষ গ্রহণ না করায় তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে এই তাৎক্ষণিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি রতœা বসাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর উপদেষ্টা আবু জাফর, উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় ছত্রী, চা শ্রমিক নেতা লতিব মিয়া, সাগর মনি প্রমুখ। বিজ্ঞপ্তি