বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ৮:৩৭:৫৯ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে দলীয় নেতাকর্মী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার নগরীর আম্বরখানা এলাকায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমির হোসেন, মহানগর পরিবার কল্যাণ সম্পাদক ও ৭নং ওয়ার্ড সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, মহানগর মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, মহানগর সদস্য সাব্বির আহমদ ও মাহবুব আহমদ চৌধুরী, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার, ৯নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু, সিনিয়র সহ-সভাপতি সানাউল হক ছানু, সহ-সভাপতি মঈনুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিজুর রহমান হানু, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জামাল আহমদ খান ও আফসর খান, ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, ৯নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রম্মান আহমদ, যুগ্ম আহবায়ক ইকবাল আহমদ ও শাহীন আহমদ, ৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ ও যুগ্ম-আহবায়ক আজিজ, ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহমদ খাঁন, সিদ্দিক পারভেজ, শাহীন আহমদ, যুবদল নেতা নেতা মানিক মিয়া, মফিজ আহমদ, কামাল আহমদ, জেবুল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আমীর আলী, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সমীর গাজী, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, সাবেক ছাত্রদল নেতা মোত্তালিব পাশা ও নয়ন পাশা, মহানগর ছাত্রদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক ওয়াজিবুর আহমদ, শিক্ষ ও সাংস্কৃতিক সম্পাদক কালাম আহমদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমির গাজী প্রমুখ। বিজ্ঞপ্তি