পদোন্নতি পেলেন এসএমপি’র তিন কর্মকর্তা
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ৮:৪০:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ৩ জন সহকারী পুলিশ সুপার। বৃহস্পতিবার এসএমপি’র সদর দপ্তরে পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ তাদেরকে রেংক বেজ পরিয়ে দেন।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মোগলাবাজার থানা) পলাশ রঞ্জন দে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) রাখী রানী দাস এবং সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) আহমেদ পেয়ার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো. শফিকুল ইসলাম এবং উপ-কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ।