জকিগঞ্জে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ৯:৫৩:৪৮ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে বৃহস্পতিবার (৬ মে) ভোর রাতে খলাছড়া ইউনিয়নের লোহারমল গ্রামের বসতঘর থেকে ইয়াবাসহ মোঃ তয়মুছ আলী (৫৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার খলাছড়া ইউনিয়নের পূর্ব লোহারমল গ্রামের মৃত কুটু মিয়া পুত্র। ঐসময় তাঁর কাছ থেকে ৭০২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে লোহারমল এলাকার বসতবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে মোঃ তয়মুছ আলীর দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোঁচায় ৭০২ পিস ইয়াবা পাওয়া যায়।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাশেম ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। মোঃ তয়মুছ আলীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।