গোয়াইনঘাটে মোবাইল কোর্টের অভিযান
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ৯:৫৪:২২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট সদর বাজারে বুধবার মোবাইল কোর্টের অভিযান চালিয়ে খোলা ইফতার সামগ্রী বিক্রির দায়ে দুই হোটেল মালিককে ৫ হাজার ও মাস্ত ব্যবহার না করায় শিল্পী ফ্যাশনে শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া একই দিনে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাফলং এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু পাথর উত্তোলন করায় ৮ টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি গোয়াইনঘাট একেএম নূর হোসেন নির্ঝর। সাথে ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলী ও সংগীয় পুলিশ ফোর্স।