দিলদার সেলিমের জানাযা কখন কোথায়
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ১১:১২:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্নালিল্লাহ রাজিউন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, দিলদার হোসেন সেলিম প্রথম নামাজের জানাযা শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজারে অনুষ্ঠিত হবে।
এরপর বিকাল ৩টায় তার নির্বাচনী এলাকা জৈন্তাপুুুরের দরবস্ত খেলার মাঠে দ্বিতীয় নামাজের জানাযা শেষে বাদ আছর গোয়াইনঘাটের রাধানগর স্কুল মাঠে সর্বশেষ জানাযা অনুষ্ঠিত হবে।
পরে তাকে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে সমাহিত করা হবে।
উল্লেখ্য, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।