দিলদার হোসেন সেলিমের জানাযা ও দাফন আজ
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ১১:৫৬:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) এর সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের জানাযা ও দাফনের আজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
আজ বাদ জুমআ হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে ১ম জানাযা, বিকাল ৩ ঘটিকায় জৈন্তাপুর দরবস্ত ফুটবল মাঠে ২য় জানাযা এবং বাদ আছর রাধানগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শেষ জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
জানাযা ও দাফনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।