লাখাউরায় দুধ বিক্রেতার টাকা ছিনতাই, গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ৮:০৪:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর লাখাউরা থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তারা হলো, স্থানীয় ইসলামপুর পোড়াবাড়ীর তফুর আলীর ছেলে নুরুল আমীন (২৫) ও একই এলাকার ওয়াহাব আলীর ছেলে সুহেল আহমদ (২২)।
শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এয়ারপোর্ট রোডের লাখাউরায় স্থানীয় জনতা তাদেরকে আটক করে। পরে ছিনতাইকারীদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল জনৈক দিলোয়ার হোসেন (১৯) ইফতারের পর এয়ারপোর্ট এলাকার নেছারাবাদের আলী ডেইরীফার্ম থেকে দুধ সংগ্রহ করে বিক্রির পর ফার্মে ফেরার পথে স্থানীয় মংলীপাড় আবঙ্গী শাহ মাজার সংলগ্ন বাগানের কাছে ছিনতাইয়ের শিকার হন। আটক হওয়া আসামী নুরুল, সুহেলসহ আরো কয়েকজন মিলে একটি ধারালো ছুরি বের করে ভয়ভীতি প্রদর্শন করে দুধ বিক্রেতা দিলোয়ারের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে লাখাউড়া বাজারে নুরুল ও সুহেলকে চিনতে পারেন দুধ বিক্রেতা দিলোওয়ার। এসময় তিনি ছিনতাইকারী ছিনতাইকারী বলে চিৎকার করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটক করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আটককৃত ছিনতাইকারী নুরুল ও সুহেলকে থানা নিয়ে আসে।