কোম্পানীগঞ্জে আটক মাাদক কারবারি কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ৮:০৫:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কোম্পানীগঞ্জে র্যাব হাতে বিদেশী মদসহ আটক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত মফিজ খান (৪০) মৌলভীবাজারের জুড়ি কলাবাড়ির তৈয়ব খানের ছেলে।
এর আগে বৃহস্পতিবার ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারুয়া ভোলাগঞ্জের তিনতলা পয়েন্ট থেকে তাকে আাটক করে র্যাব-৯। এ সময় তার কাছ থেকে ১৬৫ বোতাল বিদেশী মদ জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ মফিজকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।