ব্রাহ্মণবাড়িয়া নাশকতার অভিযোগে এতেকাফ থেকে শাহীনুর পাশা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ৮:০৭:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলামে সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়।
এছাড়া পুলিশ সুনামগঞ্জ ও সিলেটে নাশকতার সঙ্গেও তার সংশ্লিষ্টতা পেয়েছে বলে দাবী করছে।
এ তথ্যটি জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র জিসানুল ।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে হেফাজত ব্রাহ্মণবাড়িয়ায় যে তাÐব চালিয়েছে এর সঙ্গে শাহীনুর পাশার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সুনামগঞ্জ ও সিলেটের নাশকতার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দাবী করছে, হেফাজতের নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে শাহীনুর পাশা’র সম্পর্ক ছিলো। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু গ্রামে ঘটে যাওয়া হামলার ঘটনায় তার মদদ ও উস্কানির প্রমাণ পেয়েছে সিআইডি। এছাড়া হেফাজতসহ বিভিন্ন সরকারবিরোধী গোষ্ঠীকে আইনি সহায়তা দিয়ে তাদের আবারও সহিংস আন্দোলনের জন্য মাঠে নামানোর কাজও করেন শাহীনুর পাশা।
সিআইডি’র দাবি, তারেক রহমানের সঙ্গেও যোগাযোগ ও সুসম্পর্ক রেখে দেশে সরকারবিরোধী অনেক অপতৎপরতা চালান শাহিনুর পাশা।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়ায় আব্বাসী জামে মসজিদে এতেকাফরত অবস্থায় শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করে সিআইডি ঢাকার একটি টিম। ওইদিন রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়। শাহীনুর পাশা চৌধুরী জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য।