মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ৮:৩২:০৬ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামে রাস্তা বন্ধ করে খড়ের কুঞ্জ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত রতন মিয়া (৬২), চান বানু (৬০), সাব্বির আহামেদ (২৭) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রতন মিয়া ও সাব্বির আহমেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ( ইন্সপেক্টর) উত্তম কুমার দাস জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।