সিলেটে জুমাতুল বিদা পালিত
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ৯:০২:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার সিলেটসহ সারাদেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর দরবারে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য বিশেষ দোয়া করেন। এ সময় অনেক মুসল্লী মহান রবের উদ্দেশে মোনাজাতে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন।
শুক্রবার হযরত শাহজালাল(র.) দরগাহ জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, শাহ আবু তোরাব মসজিদ, আম্বরখানা মসজিদ, নয়াসড়ক ও শাহী ঈদগাহ মসজিদসহ নগরীর সকল মসজিদে বিশেষ মোনাজাতে করোনা মহামারী থেকে মুক্তি চেয়ে দোয়া করেন ইমাম, খতিবসহ ধর্মপ্রাণ মুসল্লিরা। শাহজালাল দরগাহ জামে মসজিদে মোনাজাত করেন ইমাম আবু হুজাইফা চৌধুরী। মোনাজাতের পাশাপাশি জুমার খুতবায়ও তিনি করোনা থেকে মুক্তির দোয়া করেন।
জুমাতুল বিদা উপলক্ষে হযরত শাহজালাল দরগাহ মসজিদে শুক্রবার মুসল্লীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এছাড়া নগরীর প্রতিটি মসজিদেই মুসল্লীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।