সিলেটে ইয়াবাসহ আটক ৩ কারবারি কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ৯:০৭:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ৪৬০ পিস ইয়াবাসহ আটক ৩ কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের নির্দেশে তাদের কাগারে পাঠানো হয়।
তারা হলেন, ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের মো. আব্দুল লতিফের ছেলে মো. আরমান (২৮), বিয়ানীবাজারের বাহাদুরপুরের আমির হোসেন বাবুলের ছেলে মো. জাবেদ আহমদ (২৯) ও বিশ্বনাথের সিংগেরাকাচবাজারের মহি উদ্দিন ভুঁইয়ার ছেলে মনোয়ার হোসেন সোহাগ ৩০)।
এর আগে বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌহাট্টার আলিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ ৩ জনকেই কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় বলে জানান, র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।