গোয়াইনঘাটের রাধানগরে চিরনিদ্রায় শায়িত দিলদার সেলিম
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ১০:২৪:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
হাজার হাজার জনতার উপস্থিতিতে ৪র্থ দফা জানাযা শেষে গোয়াইনঘাটের রাধানগরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম। স্থানীয় রাধানগর ডা: ইদ্রিস আলী হাইস্কুল মাঠে চতুর্থ ও শেষ জানাযা শেষে তাকে দাফন করা হয়। পৃথক ৪টি জানাযায় বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।
শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, আওয়ামীলীগ ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক।
এরপর বেলা আড়াইটায় জৈন্তাপুর উপজেলার হরিপুরে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় দরবস্তে ৩য় জানাযা অনুষ্ঠিত হয়। বাদ আসর গোয়াইনঘাট রাধানগর ডা: ইদ্রিস আলী হাই স্কুল মাঠে ৪র্থ ও সর্বশেষ জানাযা শেষে তাকে দাফন করা হয়। প্রতিটি জানাযায় দলীয় নেতাকর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণীপেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের আমেরিকা প্রবাসী তিন ছেলে-মেয়ে শুক্রবার ভোর ৫টায় ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সকাল সাড়ে ৮টায় নভোএয়ারযোগে তারা সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেন। সেখান থেকে তারা বাবার লাশ দেখতে সিলেটে ডায়াবেটিক হাসপাতালে যান।
প্রসঙ্গত, বুধবার রাত ৯টা ৫০ মিনিটে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের সাবেক এমপি বিএনপি নেতা দিলদার সেলিম। সন্তানের অপেক্ষায় তার লাশ সিলেট ডায়াবেটিক হাসপাতালের হিমাগারে রাখা হয়।