সিলেটে করোনায় আরো ২ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২১, ৫:২৩:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪২ জন। যার মধ্যে ২৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৯ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৪২ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ২৭ জন, হবিগঞ্জের ৫ জন, সুনামগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ১ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ৪২ জনসহ সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১১৯ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৫২ জন, হবিগঞ্জে ২ হাজার ৪১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৫০ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০২ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারের ২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৬ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৯৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯ জন। এরমধ্যে সিলেটের ২৯ ও মৌলভীবাজারে ১০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৮৭৩ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ১৭০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৫২ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৪০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২১১ জন সুস্থ হয়েছেন।