ডা: মাহমুদুর রহমানের দাফন সম্পন্ন: জামায়াত নেতৃবৃন্দের শোক
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২১, ৭:৪৫:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান নিলু (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। অধ্যাপক ডা. নিলু ছিলেন সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী। ১০তম বিসিএস এ নিয়োগ লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী (শাহজালাল বিশ^বিদ্যালয়ের ইংরেজীর সহযোগী অধ্যাপক শাহনাজ মাহমুদ), দুই সন্তান, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নগরীর সুবিদবাজার বনকলাপাড়ার বাসিন্দা। তার গ্রামের বাড়ী জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল গ্রামে।
শনিবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে জানাযা শেষে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
ডা: শফিকুর রহমানের শোক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, আল্লাহ্ রাব্বুল আলামীন তার জীবনের সকল গুনাহখাতা ক্ষমা করুন, নেক আমলসমূহ কবুল করুন এবং আখিরাতের এই সফরে আল্লাহ্ তা’য়ালা তার জন্য সহজ, কল্যাণকর ও শান্তিময় করে দিন। সর্বোপরি তাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তার স্ত্রী, সন্তান, প্রিয়জন ও সহকর্মীদেরকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল দান করুন। আমীন।
সিলেট জামায়াতের শোক: ডা: মাহমুদুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগ, সিলেট মহানগরী, জেলা দক্ষিণ ও জেলা উত্তর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় শোক প্রকাশ করেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, মহানগর সেক্রেটারী মুাহম্মদ শাহজাহান আলী, জেলা উত্তরের সেক্রেটারী জয়নাল আবেদীন ও জেলা দক্ষিণের সেক্রেটারী মো: নজরুল ইসলাম প্রমূখ।