সোবহানীঘাটে ভারতীয়পণ্যসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২১, ৭:৫১:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর সোবহানীঘাট থেকে ৩ হাজার পিস ভারতীয় কাবেরী মেহেদীসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দকৃত মেহেদীর বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়।
শনিবার দুপুরে পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। গ্রেফতারকৃত অলিউর রহমান (১৮) জৈন্তাপুর থানাধীন শ্যামপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ মেহেদী বহনকরা একটি লেগুনা (সিলেট ছ-১১-১৯২৮) জব্দ করে।